কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান। General knowledge of computer

কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান। General knowledge of computer

কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান

১। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?

উত্তর: CPU (Central Processing Unit) কে কম্পিউটারের ব্রেইন বা মস্তিস্ক বলা হয়। CPU কে তিনটি ভাগে ভাগ করা যায়।  যথা: গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি ।

২। কম্পিউটারের মেমোরি কত ধরনের ও কি কি?

উত্তর: কম্পিউটারের মেমোরিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় । যথা:  প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি।

৩। কম্পিউটারের কোন অংশ নষ্ট হলে বিপ সাউন্ড হতে পারে?

উত্তর: সাধারণত  কম্পিউটারের RAM নষ্ট  হলে বিপ(Beep) সাউন্ড দেয়। মাঝে মাঝে পিসি বিপ বিপ সাউন্ড করতে করতে বন্ধ হয়ে যায়।

৪। মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার?

উত্তর: মাইক্রোসফট ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। একে সংক্ষেপে এম.এস ওয়ার্ড বলা হয়।

৫। কম্পিউটার ভাইরাস কি?

উত্তর: কম্পিউটারের পরিভাষায় ভাইরাস (Virus) শব্দটির পূর্ণরুপ হলো Vital Information Resource Under Seize. এটি একটি সফটওয়্যার বা প্রোগ্রাম যা দ্বারা কম্পিউটারের অপারেটিং সিস্টেম ক্ষতিসাধন করে থাকে। গবেষক ফ্রেডরিক কোহেন এই ভাইরাসের নামকরণ করেন।

৬। বাংলাদেশে বর্তমানে সর্বাধুনিক কত প্রজন্মের মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে?

উত্তর: বাংলাদেশে বর্তমানে সর্বধুনিক চতুর্থ প্রজন্মের বা 4th Generation মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

৭। ইন্টারনেটের মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদান এর প্রযুক্তিকে কি বলে?

উত্তর: ইন্টারনেটের মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদানের প্রযুক্তিকে ই-মেইল বলে।

৮। বাংলাদেশের উৎক্ষেপিত প্রথম উপগ্রহ (স্যাটেলাইট) এর নাম কি ও এটি কত সালে উৎক্ষেপন করা হয়?

উত্তর: বাংলাদেশের প্রথম স্যাটেলাইট এর নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এটি বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ। ২০১৮ সালের ১২ ই মে অর্থাৎ ১১ই মে দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্টের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হয়।

৯। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে বিভিন্ন সভা ও যোগাযোগের জন্য ইন্টারনেট এর কোন প্রযুক্তি বহুল ব্যবহৃত হচ্ছে?

উত্তর: জুম অ্যাপস ব্যবহৃত হচ্ছে।

১০। মোবাইল ফেনে ব্যবহৃত দুইটি অপারেটিং সিস্টেম এর নাম লিখুন।

উত্তর: জিএসএম (GSM) সিডিএমএ (CDMA). GSM এর পূর্ণরুপ: Global System for Mobile Communication. CDMA এর পূর্ণরুপ: Code Division Miltiple Access.

১১। ডিজটাল বাংলাদেশ ভিশন কত সালে ঘোষণা করা হয়?

উত্তর: রূপকল্প ২০১১ বা ভিশন ২০২১ বা ডিজিটাল বাংলাদেশ ভিশন ছিল ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার আগে বাংলাদেশ আওয়ামী লীগের একটি নির্বাচনী ইশতেহার।

Recent General Knowledge

১২। ডিজিটাল নিরাপত্তা আইন কি?

উত্তর: ১৮ সেপ্টেম্বর ২০১৮ তে বাংলাদেশের সংসদে কণ্ঠভোটে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাস হয়। এর মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য উপাত্ত দেশের সংহতি, অর্থনৈতিক কর্মকান্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে জাতিগত বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করলে তাকে এই আইনের অওতায় আনা হয়।

১৩। বাংলাদেশ ডাক বিভাগ কতৃক চালুকৃত ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস এর নাম কি?

উত্তর: ডাক বিভাগের নগদ।

১৪। কোন ডকুমেন্টকে অন্য নামে সেইভ করতে কোন কমান্ড/অপশন ব্যবহার করা হয়?

উত্তর: সেভ করতে চাইলে Ctrl+s বাটন চেপে ধরতে হয়।

১৫। তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যম এর নাম লিখ।

উত্তর: ফেইসবুক, টুইটার এবং লিংড ইন।

১৬। Google Chorme কী?

উত্তর: এটি একটি ওয়েব ব্রাউজার। এটি ২০০৮ সালে প্রথম মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রকাশিত হয়।

Recent Govt. Job Circular

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *