My Experience of Visiting A Flood Affected Paragraph
Bangladesh is a land of rains and rivers. So flood is a regular disaster in the rainy season. It occurs almost every year in many parts of the country. In some years it becomes terribly devastating.
Flood are generally caused by excessive rainfall. Sometimes it is caused by the sudden melting of large masses of snow in the mountains. Occasionally the pressure of river water breaks an embankment and the water rushes into the land on other side.
Few years ago, almost the whole of Bangladesh was inundated under flood water. It was then a matter of terrible experience. All the families of the locality were affected by flood. A relief camp was opened in the local high school. About two thousand villagers tool shelter in it. So it was over crowded. There was an acute scarcity of drinking water. I found many children crying for food. Some women were weeping and wiping their tears with their skirts. They were all waiting for relief goods.
Then I went round the villages by a motor driven boat. T found many families who had taken shelters on their house-roofs their domestic animals were also with them. There was only water and water around, I talked to them. Many of them shed tears while talking to me. I carried some dry food and rice with me. I carried some dry food and with me. I distributed those among the needy people. They felt very happy. I was surprised to see how both domestic animals and the members of some families living in the same room. Their miseries knew no bounds.
In the evening, I returned to my own house. The houses were not under flood water but the yard was submerged. I found my mother praying with tears in eyes. I can’t still forget the horrible sight of that cataclysmic flood. may Allah escape our people from such a flood.
বঙ্গানুবাদ
বাংলাদেশ একটি বৃষ্টি ও নদীনালার দেশ। তাই বর্ষাকালে বন্যা একটি নিয়মিত দুর্যোগ। বাংলাদেশের অনেকাংশে প্রায় প্রতি বছর বন্যা হয়। কোন কোন বছর এটা মারাত্মক ভয়াবহ রূপ ধারণ করে।
সাধারণত: অতি বর্ষণ থেকে বন্যার সৃষ্টি হয়। অনেক সময় পর্বত চূড়ায় বিশালকৃতির বরফ গলে বন্যার সৃষ্টি হয়। কখনো নদীর পানির চাপে বাধ ভেঙ্গে যায় এবং পানি বেরিয়ে অন্যপাশের ভূমিকগুলো প্লাবিত করে।
কয়েক বছর আগে প্রায় সমগ্র বাংলাদেশে বন্যা কবলিত হয়। এটা ছিল এক ভয়ংকর অভিজ্ঞতা। এলাকায় প্রায় প্রতিটি পরিবার বন্যা কবলিত হয়েছিল। এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ে একটি ত্রাণ শিবির খোলা হয়। প্রায় দুই হাজার গ্রামবাসী এখানে, আশ্রয় নেয়। তাই এটা ছিল বিশৃঙ্খলাপূর্ণ। সেখানে পানীয় জলের চরম সংকট ছিল। আমি অনেক শিশুকে খাবারের জন্য কান্নাকাটি করতে দেখলাম। কয়েকজন মহিলা কান্নাকাটি করছিল আচল দিয়ে মুখ মুছছিল। তারা সবাই ত্রাণসামগ্রীর জন্য অপেক্ষা করছিল।
তারপর আমি একটি মোটরচালিত নৌকায় গ্রামটি ঘুরে দেখতে গেলাম। আমি অনেক পরিবার দেখলাম যারা তাদের ঘরের ছাদে আশ্রয় নিয়েছে, তাদের গৃহপালিত পশু-পাখিও তাদের সাথে ছিল। চারদিকে শুধু পানি আর পানি, আমি তাদের সাথে কথা বললাম। তাদের অনেকেই আমার সাথে কথা বলার সময় অশ্রুপাত করল। আমি আমার সাথে কিছু শুকনো খাবার ও চাল নিয়ে গিয়েছিলাম। সেগুলো আমি অভাবী লোকদের মধ্যে বিতরণ করলাম। তারা খুব খুশি হল। কিভাবে একটি পরিবারের লোকজন ও গৃহপালিত পশুপাখি একই ঘরে থাকছে তা দেখে আমি বিস্মিত হলাম। তাদের দূর্ভোগের কোন সীমা ছিল না।
সন্ধ্যায়, আমি আমার বাড়িতে ফিরে এলাম। ঘরগুলো তলিয়ে যায়নি কিন্তু উঠান পানিতে ডুবে গিয়েছিল। আমি দেখলাম আমার মা অশ্রুসজল চোখে মোনাজাত করছেন। আমি এখনও সেই প্রচন্ড ভয়াবহ দৃশ্য ভুলতে পারি না। আল্লাহ আমাদের জনসাধারণকে এ ধরনের বন্যা থেকে রক্ষা করুন।