সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিগত বছরের প্রশ্ন
বাংলাদেশ সেতু কতৃপক্ষ
অফিস সহায়ক পদের
প্রশ্ন সমাধান
১। সন্ধি বিচ্ছেদ করুন:
ক) শুভেচ্ছা= শুভ+ইচ্ছা
খ) শয়ন= শে+অন
গ) ষষ্ঠ = ষষ্+থ
ঘ) সংস্কার= সম্+কার
২। বিপরীত শব্দ লিখুন:
ক) অসীম= সসীম
খ) সংশ্লেষণ= বিশ্লেষণ
গ) স্থির= চঞ্চল
ঘ) বিশ্রী= সুশ্রী
৩। এক কথায় প্রকাশ করুন:
ক) জয়সুচক উৎসব= জয়ন্তী
খ) একই সময়ে বর্তমান= সমসাময়িক
গ) যে পুরুষ বিয়ে করেছে= কৃতদার
ঘ) মৃতের মতো অবস্থা যার= মুমুর্ষূ
৪। অর্থ সহ বাগধারা লিখুন:
ক) আট কপালে= হতভাগ= আমার মত আট কপালে ভাগ্যে কি ওই চাকরি জুটবে?
খ) হাতির পাঁচ পা দেখা= অহংকার বোধ করা = আজকাল হাতির পাঁচ পা দেখা লোকের অভাব নেই।
গ) কান পাতলা= সহজেই বিশ্বাসপ্রবণ= রহিম এত কান পাতলা যে কোনো কিছু যাচাই না করেই বিশ্বাস করে ফেলে।
ঘ) ভিজে বিড়াল= কপটচারী= ভেবে ছিলাম তুমি ভিজে বিড়াল। এখন দেখি তা না।
৫। শুদ্ধ বানান লিখুন:
ক) সমিচিন= সমীচীন
খ) চাকরিজিবি= চাকরিজীবী
গ) পুনরমিলনি= পুনর্মিলনী।
ঘ) শ্ররদ্ধানজলী= শ্রদ্ধাঞ্জলী।
৬। Correct the Sentence:
- Quran is a holy book
= The Quran is a holy book.
- One should do his duty.
= One should do one’s duty.
- He gave me wrong informations.
= He gave me wrong information
- Does he has a house?
= Does he have a house?
৭। Fill in the gaps:
- _____ I didn’t understand everything, I enjoyed the lecture.
- Though
- Hurry up___ you will be late.
- or
- Rahim is afraid ____ dogs
- of
- His house is adjeacent____ mine.
- to
- He was absorbed ____ deep thought
- in
৮। Correct spellings:
- Miscelaneous= Miscellaneous
- Grivance= Grievance
- Exagarate= Exaggerate
- Secretariet= Secretariat
- Pediatric= Pediatric
৯। Write five sentence on the Padma Bridge
Padma Bridge
The padma bridge is a multi-purpose bridge and the longest bridge in bangladesh. It has been connected to Shariatpur and Munshignaj district. Its main length is 6.15 km and width is 18.1 meter. It is constructed by concrete aand steel. It has been built by our own fund and It is designed by AECOM.
১০। এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
১১। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ১৩, ১৪ ও ১৫ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
=√s(s−a)(s−b)(s−c)s(s-a)(s-b)(s-c)
যেখানে s = a+b+c২a+b+c২
= ১৩+১৪+১৫২=৪২২=২১১৩+১৪+১৫২=৪২২=২১
সুতরাং ক্ষেত্রফল = √২১(২১−১৩)(২১−১৪)(২১−১৫)২১(২১-১৩)(২১-১৪)(২১-১৫)
= √২১×৮×৭×৬ ২১×৮×৭×৬
= √৭০৫৬৭০৫৬
= ৮৪ বর্গমিটার।
১২। একটি আয়তাকার বাড়ির পরিসীমা ৪৪ গজ এবং ঘরের দৈর্ঘ্য ৩৬ ফুট। ঘরের প্রস্থ কত?
দেওয়া আছে,
বাড়ির পরিসীমা = ৪৪ গজ
= ৪৪ ×× ৩ ফুট [∵ ১ গজ = ৩ ফুট]
= ১৩২ ফুট
প্রশ্নমতে, ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ১৩২
⇒ ২(৩৬+ প্রস্থ) = ১৩২
⇒ ৩৬ + প্রস্থ = ৬৬
⇒ প্রস্থ = ৬৬ – ৩৬
⇒ প্রস্থ = ৩০ফুট
১৩। a) x3-8 এর উৎপাদক কোনটি?
x³ – 8
= (x – 2)(x² + 2x + 2²)
= (x – 2)(x² + 2x + 4)
- b) এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের ৮, ১০ বা ১২ সারিতে সাজানো হয়। ঐ স্কুলের ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
১৪। একাত্তরের ডায়েরী কে লিখেছেন?
- সুফিয়া কামাল
১৫। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণায়লের ইংরেজী নাম কি?
- Ministry of Road Transport and Bridges.
১৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টালেনের দৈর্ঘ্য কত?
- ৩.৩২ কিলোমিটার।
১৭। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয়?
- ২০০০ সাল থেকে।
১৮। পূর্ণরুপ লিখুন:
IDA= International Development Association.
ASEAN= Association of South East Nations.
OPEC= Organization of the Petroleum Exporting Countries.
১৯। বাংলা নববর্ষ বিষয়ে ৬টি বাক্য লিখুন:
বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদ্যাপন করা হয়। বাংলাদেশে ১৪ই এপ্রিল এবং ভারতের পশ্চিমবঙ্গে ১৫ই এপ্রিল তারিখে পহেলা বৈশাখ উদ্যাপন করা হয়। বাংলা সালের প্রবর্তন করেন সম্রাট আকবর এবং তার আমল থেকেই পহেলা বৈশাখের প্রচলন শুরু হয়। পহেলা বৈশাখের আর একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো হালখাতা। এখানে হালখাতা বলতে নতুন একটি হিসবের খাতা বোঝানো হয়েছে।পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের বৈশাখি মেলার আয়োজন করা হয়। এখানে বাঙ্গালী সংস্কৃতি ভালোভাবে ফুটিয়ে তোলা হয়। বৈশাখি মেলায় সব ধরনের দৈনন্দিন পণ্য সামগ্রী কিনতে পাওয়া যায়।
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.