সাম্প্রতিক সাধারণ জ্ঞান-২০২৩
১. প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা – অপরাজিতা।
২. সুরমা ও কুশিয়ারা মিলিত স্রোত – মেঘনা।
৩. একুশের উপর সর্বপ্রথম কবিতা – মাহবুব আলম।
৪. মানবদেহের বৃহত্তম গ্রন্হি – যকৃত।
৫. বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ
৬. বেল ফ্যান বলা হয় – বঙ্গোপসাগর।
৭. হাজার দ্বীপ বলা হয় – ইন্দোনেশিয়া।
৮. চর্তুদেশীয় স্থলবন্দর – বাংলাবান্দা।
৯. চ্যাটজিপিটি এর প্রতিষ্ঠাতা – অল্টম্যান।
১০. এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে – বাবেল মান্দব।
১১. প্রথম নারী নির্বাচন কমিশন – কবিতা খানম।
১২. ৭ ই মার্চের ভাষণের উপর নির্মিত চলচ্চিত্র – তর্জনী।
১৩. ডিজিটাল বাংলাদেশ দিবস – ১২ ডিসেম্বর।
১৪. দেশে চালু হওয়া প্রথম ইন্টারনেট ব্রাউজার – তর্জনী।
১৫. রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – বাঘের হাট জেলার রামপাল উপজেলায়।
১৬. রামপাল বিদ্যুৎ কেন্দ্র – পশুর নদীর তীরে অবস্থিত।
১৭. রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন ক্ষমতা – ১৩২০ মেগাওয়াট।
১৮. রামপাল বিদ্যুৎ কেন্দ্রটির জ্বালানি – কয়লা জ্বালানি।
১৯. মাতার বাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত – কক্সবাজার, মহেশখালী।
২০. মাতার বাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র – কোহেলিয়া নদীর তীরে অবস্থিত।
২১. মাতার বাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন ক্ষমতা – ১২০০ মেগাওয়াট।
২২. মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রটির জ্বালানি – কয়লা জ্বালানি।
২৩. মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প কোম্পানি – জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি।
২৪. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির কাজের উদ্ভোধন – ৩০ নভেম্বর ২০১৭।
২৫. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি – পদ্মা নদীর তীরে অবস্থিত।
২৬. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা – ২৪০০ মেগাওয়াট।
২৭. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির মেয়াদকাল – ৬০ বছর।
২৮. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ করে – বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
২৯. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বিশ্ব পরমাণু ক্লাবের – ৩২ তম সদস্য।
৩০. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ভূমিকম্প সহনশীলতার মাত্রা – রিখটার স্কেলে ৯।
৩১. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির সহায়তাকারী দেশ – রাশিয়া।
৩২. দেশের প্রথম পাতাল রেলের নাম – ডিএমটিসিএল।
৩৩. পাতাল রেলের উদ্ভোধন – ২ ফেব্রুয়ারি ২০২৩।
৩৪. এর আয়তন – মাটির নিচে ৩০ মিটার (৯০ ফুট), দৈর্ঘ্য ১৯.৭২ কি.মি.