সাম্প্রতিক বিষয়াবলি প্রশ্ন

Eporashuna

প্রস্তুতিমূলক চাকুরীর পরীক্ষা-২০২৫

সাম্প্রতিক বিষয়াবলি প্রশ্ন

ক্রম

প্রশ্ন

উত্তর

1. জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রের নাম কী? শ্রাবণ বিদ্রোহ।
2. কোন মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়? সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
3. কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেন কে? ড. মুহাম্মদ ইউনূস।
4. ‘বিগ-বি’ কি? ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার এলাকার শিল্পায়ন।
5. মাতারবাড়ি ইউনিয়নটি কোন উপজেলায় অবস্থিত? মহেশখালী, কক্সবাজার।
6. বাংলাদেশের সরকারি নোট কয়টি ও কোন মন্ত্রণালয়ের অধীন? ৩টি, অর্থ মন্ত্রণালয়।
7. বাংলাদেশে কত তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়? ৫ই আগস্ট।
8. আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান এর নাম কি? বিচারপতি জিনাত আরা।
9. দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিবের নাম কি? রেহানা পারভীন।
10. OHCHR এর পূর্ণরুপ কী? Office of the United Nations High Commissioner for Human Rights.
11. ডব্লিউজিইআইডি কী? জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ।
12. কত তারিখে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন বাতিল হয়ে যায়? ১৭ ডিসেম্বর, ২০২৪।
13. বাংলাদেশি হিসেবে এ পর্যন্ত এভারেস্ট জয় করেন কতজন? ৬ জন।
14. প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম কী? নিশাত মজুমদার।
15. সর্বশেষ এভারেস্ট বিজয়ীর নাম কী? ইকরামুল হাসান শাকিল।
16. দেশের প্রথম মনোরেল কোথায় তৈরি হচ্ছে? চট্টগ্রামে।
17. জাতিসংঘ মহাসচিবের ২য় বার বাংলাদেশ সফর হয় কখন? ১৩ মার্চ, ২০২৫
18. ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
19. নতুন ৫০ টাকার নোটে কোন ঐতিহাসিক স্থানের ছবি আঁকা? আহসান মঞ্জিল, ঢাকা।
20. জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কত তারিখে করার সিদ্ধান্ত নেওয়া হয়? ৫ সেপ্টেম্বর, ২০২৪

প্রস্তুতকারক

https://eporashuna.com/

তারিখ: ৩১-০৮-২০২৫খ্রি.

Open the PDF Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *