প্রাণিসম্পদ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিযোগিতা প্রস্তুতিমূলক পরীক্ষারসিলেবাস (বহুনির্বাচনি ও লিখিত)পূর্ণমান-৭০ সময়: ৬০মি. |
|
বাংলা-১৫ ভাষা ও ব্যাকরণ, পারিভাষিক শব্দ, বর্ণ, ধ্বনি, সন্ধি, উপসর্গ, বচন, বাগধারা, পদ, সমাস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান শুদ্ধকরণ, এক কথায় প্রকাশ, বাক্যের শ্রেণিবিভাগ, শব্দের শ্রেণিবিভাগ, যুক্তবর্ণ, কারক ও বিভক্তি, বাংলা সাহিত্য, কবি-লেখকের কাহিনী ইত্যাদি। রেফারেন্স– বিসিএস (১০-৪৬), নবম-দশম শ্রেণির বোর্ড বই, বিভিন্ন প্রতিযোগিতামূলক বই।
|
ইংরেজি-১৫ Parts of speech, article, preposition, Changing sentence, Voice, Tag, Gender, Number, Right form of Verb, Translation, Meaning, Idioms and Phrase, Correct Spelling, English Litterateur. Ref: BCS (10-46), Advance Learner (class 9-10), Previous Job Question, Job solution.
|
গণিত-১৫ পাটিগণিত– শতকরা, লাভ-ক্ষতি, অনুপাত, গড়, পরিমাপ, মূলদ-অমূলদ, ভগ্নাংশ, ধারা ইত্যাদি। বীজগণিত– মান নির্ণয়, ল.সা.গু/গ.সা.গু, উৎপাদক, সমীকরণ, সেট, সূচক ও লগারিদম ইত্যাদি। জ্যামিতি- ত্রিভুজ, চতুর্ভূজ, আয়ত, রম্বস, ট্রাপিজিয়াম, কোণ, বৃত্ত, সামান্তরিক ইত্যাদি। রেফারেন্স– বিসিএস (১০-৪৬), ক্লাস- (৬ষ্ঠ-৯ম বোর্ড বই), পূর্বের পরীক্ষার প্রশ্ন, জব সল্যুশন, প্রতিযোগিতামূলক পরীক্ষার বইসমূহ।
|
সাধারণ বিজ্ঞান-১৫
রেফারেন্স– বিসিএস(১০-৪৬), নবম-দশম এর বোর্ড বই, জব সলুশ্যন ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন এবং বইসমূহ।
|
সাধারণ জ্ঞান ও আইসিটি-১০ বাংলাদেশ, আন্তজার্তিক, খেলাধুলা, রাজধানী ও মুদ্রা, ঐতিহাসিক স্থান, সাম্প্রতিক বিশ্ব, রাজনৈতিক, অর্থনৈতিক, মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভূত্থান, কৃষি, সংবিধান, সরকার ব্যবস্থা, পূর্ণরুপ, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ইতিহাস, প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, ডেটাবেজ সিস্টেম, ই-কমার্স, কম্পিউটার নেটওয়ার্ক, সোস্যাল মিডিয়া, ইন্টারনেট, স্মার্ট ফোন, রোবটিক্স, সাইবার অপরাধ, ইত্যাদি। রেফারেন্স– বিসিএস (১০-৪৬), পূর্বের পরীক্ষার প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স, জব সলুশ্যন, বিভিন্ন প্রতিযোগিতামূলক বইসমূহ। |
সরকারি চাকুরীর বিভিন্ন প্রতিযোগিতা প্রস্তুতিমূলক পরীক্ষার সিলেবাস
