সরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতি-২০২৫ (সাধারণ জ্ঞান)

সরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতি-২০২৫

বিষয়: সাধারণ জ্ঞান 

পূর্ণমান-৪০ সময়-৩০মি.

1. সাগর কন্যা কোন এলাকার ভৌগলিক নাম? উত্তর: পটুয়াখালী।
2. ‘লাইন তার কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? উত্তর: ভারত ও পাকিস্তান।
3. পূর্ব তিমুর এর রাজধানী কোথায়? উত্তর: দিলি।
4. ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত? উত্তর: চীন।
5. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়।
6. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? উত্তর: থাইল্যান্ড।
7. সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত? উত্তর: বঙোপসাগরে।
8. ‘শুভলং’ ঝরণা কোন জেলায়? উত্তর: রাঙামাটি।
9. ‘War and Peace’ উপন্যাসের রচয়িতা কে? উত্তর: লিও টলস্টয়।
10. বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা কত সালে হয়? উত্তর: ২০০০ সালে।
11. ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর: ম্যাগনাকাটা।
12. UNHCR এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর: জেনেভা।
13. কতসালে বঙ্গবঙ্গ রদ হয়? উত্তর: ১৯১১ সালে।
14. “Let there be light” বিখ্যাত ছবিটির পরিচালক কে? উত্তর: জহির রায়হান।
15. জাতিসংঘের নামকরণ করেন কে? উত্তর: রুজভেল্ট।
16. বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি? উত্তর: সাঙ্গু।
17. বাংলাদেশে কত সালে বয়স্ক ভাতা চালু হয়? উত্তর: ১৯৯৮ সালে।
18. বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? উত্তর: ১৯৭৪ সালে।
19. নাথু লা পাস কো দুটি দেশকে সংযুক্ত করেছে? উত্তর: ভারত ও চীন।
20. উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তর: নাটেরে।
21. কোন দেশ থেকে আরব বসন্ত শুরু হয়? উত্তর: তিউনেশিয়া।
22. বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়? উত্তর: ২০১২ সালে।
23. বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণা কোথায় অবস্থিত? উত্তর: ময়মনসিংহ।
24. “e-TIN’ চালু হয় কত সালে? উত্তর: ২০১৩ সালে।
25. ইউক্রেনের রাজধানী কোথায়? উত্তর: কিয়েভ।
26. বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি? উত্তর: মহেশখালী।
27. কতসালে (VAT) চালু হয়? উত্তর: ১৯৯১ সালে।
28. বাংলাদেশের রাষ্ট্রীয় লোগটি কে ডিজাইন করেন? উত্তর: এ এন সাহা।
29. শ্রীলংকার মুদ্রার নাম কী? উত্তর: রুপি।
30. ‘e-GP’ এর পূর্ণরুপ কী? উত্তর: Electronic Government Procurement
31. বিশ্বের বৃহত্তম আইসবার্গের (হিমশৈল) নাম কী? উত্তর: A23a
32. ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি? উত্তর: ১১ টি।
33. কমনওয়েলথের বর্তমান মহাসচিব কততম মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন? উত্তর: ৭ম।
34. বর্তমানে G-7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কী? উত্তর: মার্ক কার্নি।
35. BIMSTEC এর ৬ষ্ঠ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
36. গাজায় গণহত্যার প্রতিবাদে প্রথম দেশ হিসেবে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ? উত্তর: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া।
37. মিয়ানমারের সেনাবাহিনীর নাম কী? উত্তর: তাতমাদো।
38. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে ড. ইউনূস যোগদান করেন? উত্তর: ৭৯ তম।
39. COP এর পূর্ণরুপ কী? উত্তর: Conference of the Parties
40. ‘জুলাই: মাতৃভূমি ও মৃত্যু’-এর লেখক কে? উত্তর: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

Click the PDF Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *