কর অঞ্চল -১৯ (পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) | |
১. একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত আয়সীমা কত? | উত্তর: পাঁচ লক্ষ টাকা। |
২. বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম কী? | উত্তর: চন্ড্রিকা হাতুরেসিংহে। |
৩. ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট? | উত্তর: ১৮ মিনিট। |
৪. বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? | উত্তর: স্বাধীনতা পুরস্কার। |
৫. বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত হয়েছে? | উত্তর: দুইটি। |
৬. Optical Fibre Cable এ তথ্য আদান প্রদানের মাধ্যম কি? | উত্তর: আলো। |
৭. মার্কিন যু্ক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে? | উত্তর: ১৯২০ সালে। |
৮. দ্বিতীয় বিশ্বযদ্ধ শেষ হয় কত তারিখে? | উত্তর: ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর। |
৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কত? | উত্তর: ১৫টি। |
১০. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি রাজ্য আছে? | উত্তর: ৫টি। |
১১. আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি? | উত্তর: ইন্দোনেশিয়া। |
১২. ব্রিটেনের অর্থমন্ত্রীকে কী বলা হয়? | উত্তর: Chancellor of Exchequer |
১৩. TIN এর পূর্ণরুপ কী? | উত্তর: Taxpayer Identification Numbers |
১৪. বাংলাদেশে বর্তমানে কতটি সরকারি নোট চালু আছে? | উত্তর: ৩টি। |
১৫. যুক্তরাষ্ট্রে কোন তারিখে অর্থবছর শুরু হয়? | উত্তর: ১ অক্টোবর। |
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) | |
১৬. একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারে? | উত্তর: ৯০ দিন। |
১৭. মুক্তযুদ্ধকালীন ১০নং সেক্টর কোনটি ছিল? | উত্তর: নৌ-কমান্ডার। |
১৮. বাংলাদেশে মূল্য সংযোজন কর (VAT) কবে চালু হয়? | উত্তর: ১৯৯১ সালের ১ জুলাই। |
১৯. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থবিল সম্পর্কিত বিধানাবলি উল্লেখ আছে? | উত্তর: ৮১নং অনুচ্ছেদে। |
২০. ‘বনফুল’ ছদ্মনামে কে লিখতেন? | উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়। |
২১. ‘BIRDEM’ এর পূর্ণরুপ কী? | উত্তর: Bangladesh Institute for Research of Diabetes Endocrine and Metabolic Disorder |
২২. ব্রিটিশ পার্লামেন্ট ভবনের চূড়ান্ত রক্ষিত ঘড়িটির নাম কী? | উত্তর: বিগ বেন (Big Ben)। |
২৩. মৌরিতানিয়ার রাজধানীর নাম কী? | উত্তর: নোয়াকচট। |
২৪. কম্পিউটার বাগ কী? | উত্তর: সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। |
২৫. ‘হো-চি-মিন সিটি’ বন্দরটি কোন দেশর? | উত্তর: ভিয়েতনামী। |
২৬. ‘কোয়াড’ এর সদস্য রাষ্ট্র কারা? | উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, জাপান। |
২৭. ‘VIRUS’ এর পূর্ণরুপ কী? | উত্তর: Vital Information Resources Under Seize. |
২৮. T20 বিশ্বকাপ ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে? | উত্তর: যুক্তরাষ্ট্রে। |
২৯. ‘বঙ্গবঙ্গ’ রদ করা হয় কত সালে? | উত্তর: ১৯১১ সালে। |
৩০. ‘ম্যাগনাকার্টা’ কী? | উত্তর: ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। |