প্রস্তুতিমূলক চাকুরীর পরীক্ষা-২০২৫
সাম্প্রতিক বিষয়াবলি প্রশ্ন |
||
ক্রম |
প্রশ্ন |
উত্তর |
1. | জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রের নাম কী? | শ্রাবণ বিদ্রোহ। |
2. | কোন মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়? | সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। |
3. | কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেন কে? | ড. মুহাম্মদ ইউনূস। |
4. | ‘বিগ-বি’ কি? | ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার এলাকার শিল্পায়ন। |
5. | মাতারবাড়ি ইউনিয়নটি কোন উপজেলায় অবস্থিত? | মহেশখালী, কক্সবাজার। |
6. | বাংলাদেশের সরকারি নোট কয়টি ও কোন মন্ত্রণালয়ের অধীন? | ৩টি, অর্থ মন্ত্রণালয়। |
7. | বাংলাদেশে কত তারিখ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়? | ৫ই আগস্ট। |
8. | আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান এর নাম কি? | বিচারপতি জিনাত আরা। |
9. | দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিবের নাম কি? | রেহানা পারভীন। |
10. | OHCHR এর পূর্ণরুপ কী? | Office of the United Nations High Commissioner for Human Rights. |
11. | ডব্লিউজিইআইডি কী? | জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ। |
12. | কত তারিখে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন বাতিল হয়ে যায়? | ১৭ ডিসেম্বর, ২০২৪। |
13. | বাংলাদেশি হিসেবে এ পর্যন্ত এভারেস্ট জয় করেন কতজন? | ৬ জন। |
14. | প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম কী? | নিশাত মজুমদার। |
15. | সর্বশেষ এভারেস্ট বিজয়ীর নাম কী? | ইকরামুল হাসান শাকিল। |
16. | দেশের প্রথম মনোরেল কোথায় তৈরি হচ্ছে? | চট্টগ্রামে। |
17. | জাতিসংঘ মহাসচিবের ২য় বার বাংলাদেশ সফর হয় কখন? | ১৩ মার্চ, ২০২৫ |
18. | ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত? | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। |
19. | নতুন ৫০ টাকার নোটে কোন ঐতিহাসিক স্থানের ছবি আঁকা? | আহসান মঞ্জিল, ঢাকা। |
20. | জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কত তারিখে করার সিদ্ধান্ত নেওয়া হয়? | ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
প্রস্তুতকারক তারিখ: ৩১-০৮-২০২৫খ্রি. |