প্রস্তুতিমূলক পরীক্ষা-১/২০২৫
পূর্ণমান-৭০ সময়: ১.৫ ঘন্টা
বাংলা-২০
১। কারক ও বিভক্তি: ০৫
(ক) এ বাড়িতে কেউ নেই। (খ) কারক পড়ায় শাকিল স্যার। (গ) তিলে তৈল হয়। (ঘ) ফুলে ফুলে ঘর সাজিয়েছে। (ঙ) রবিবার থেকে পরীক্ষা শুরু।
২। অর্থসহ বাগধারা নির্ণয় করুন: ০৫
(ক) আমড়াগাছি করা (খ) উলুখাগড়া (গ) গোকুলের ষাঁড় (ঘ) ঘোড়া রোগ (ঙ) জবড়জং
৩। বিপরীত শব্দ লিখ: ০৫
(ক) উগ্র (খ) বর্ধমান (গ) উন্মীলন (ঘ) ঐহিক (ঙ) রিক্ত
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: ০৫
(ক) ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ – চরণটি কার কাব্য থেকে নেওয়া হয়েছে?
(খ) ‘ভোরের পাখি’ বলা হয় কাকে? (গ) ‘Let there be Light’ গ্রন্থটির রচয়িতা কে?
(ঘ) রবীন্দ্রনাথকে কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
(ঙ) ‘রাইফেল রোটি আওরাত’ কার লেখা রচনা?
গণিত-১৫
৫। ২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০.০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০.০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? ০৪
৬। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?০৫
৭। যদি x+y = 8 এবং xy = 5 হয়, তবে x3-y3+8(x+y)2 এর মান কত? ০৪
৮। উৎপাদকে বিশ্লেষণ কর: x3+2x2-5x-6 ০২
ইংরেজি-২০
৯। Fill in the gaps appropriate preposition: 05
- He faced ——- difficulties. (b) He was acquitted —— the charge of murder. (c) Do not laugh —— the poor. (d) He is capable —– solving the problems. (e) I have no desire ——- riches.
১০। Translate into English: 05
- এখন সাতটা বাজতে তিন মিনিট বাকি।
- শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল।
- প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
- বাতিটি জ্বালিয়ে দাও।.
- সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল।
১১। Idioms and Phrase with meaning in Bangla: 05
- Down to earth) (b) Eye to eye (c) Fall out (d) For good (e) Dilly dally
১২। Correct Spelling: 05
- Hetaroganeous (b) Repatetion (c) Comision (d) Misseleneous (e) Diarhoea
সাধারণ জ্ঞান-১৫
১৩. আরব বসন্তের সূচনা কোন দেশে হয়েছিল? ১৪. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? ১৫. ফিনল্যান্ড ও কোস্টারিকার রাজধানীর নাম লিখুন। ১৬. বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কী? ১৭. কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে? ১৮. ভুটানের মুদ্রার নাম কি? ১৯. কোন জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? ২০. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? ২১. জাপানের পুরাতন নাম কী? ২২. W TOএর পূর্ণরুপ কী? ২৩. ILO এর সদরদপ্তর কোথায়? ২৪. বুড়িমারী স্থলবন্দর কোথায় অবস্থিত? ২৫. দুইটি সামাজিক যোগযোগের নাম লিখুন। ২৬. রাশিয়ার মুদ্রার নাম কী? ২৭. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?
তারিখ: ১২-০৯-২০২৫ ইং
Click the PDF Link with Answer sheet